আচানক সবকিছু বদলে গেছে...
বদলে গেছে অধীন ও অধিকার
এখন সবাই নিরংকুশ ম্যান্ডেট চায়
চায় হাঁচি-কাশির স্বাধিকার!


কে ভুক্ত আর কে অভুক্ত কেউ রাখে
না খবর, অধিকাংশ গড়পড়তা রোগে
ভুগে; বাকিরা সবাই সাক্ষাৎ কবর!


তাদের কোনো রাত যেমন নেই,
তেমনি নেই দিন; যতোদিন যায়--
তাদের ততো বাড়ে বেঁচে থাকার ঋণ!


তবুও..
তাঁরাই বাঁচিয়ে রাখে পুঁজিপতির
খাতা, লৌকিক-অলৌকিক যা কিছু
ঘটুক; তাদের শুন্য জীবন পাতা!!