একগাল হেসে যে আমি মেঘলা আকাশ
উড়িয়ে দিতে পারি, কে বিশ্বাস করবে না?
সেই আমি নিমগ্ন বাতাসেও শ্বাস নিতে পারি!!


মূল্য তালিকার সাথে চাহিদা আর যোগান
যখন আকাশ-,পাতাল করে
তখন ভাগাড়ে শূন্যতারা কেনো কাড়াকাড়ি
করে মরে?


আমি একটি বিগ বাজেটের কবিতার পূর্ণ
স্বরলিপির কথা ভাবি
মান আর অভিমান জমতে জমতে একটি
সোনার গোধুলি হয়....
সোনার আধুলি হয়না কেনো,
আমি কেবল অচল মুদ্রার মতো সেকথা ভাবি!


তবুও রাত পোহালেই ত্রিমাত্রিক নক্ষত্রদের
সাথে আমিও হাঁটি
ওরা ওদের মতো
আমি আমার মতো
কেবল দেনাদার আর পাওনাদারের খতিয়ান
পড়ে থাকে ছায়াতলে
আমিও নিজেকে খুঁজতে থাকি সর্বংসহাদের
দলে... পদতলে!!