জীবন এখন যাত্রীবিহীন ট্রেন, কেবলই অঙ্গভঙ্গি
স্বরসঙ্গতি, স্বরলোপ কিংবা অপিনিহিতি
তবুও কিছুতেই থেমে নেই ছেঁড়া আর জোড়া;
তবুও যেজন.. কিছুতেই থামে না যোজন যোজন
তাকেই আমরা বলি প্রিয়তমা জীবনচোরা..!!


আমি ভাবি আশেক আর মাশুক মধ্যরাতের চাঁদ;
প্রেমপত্র লিখতে লিখতে যে চিনেছে আদমসুরত
সুরতহাল রিপোর্ট ছাড়াই ইশতেহার ঘোষণা করা যায়
যত পারিস কাঁদ..  ওরে যত পারিস কাঁদ!!


যতোই যাচ্ছে কাল, কেবলই বাড়ছে ভেজাল...
কেবলই বাড়ছে আকাল...
বলতে পারো ষষ্ঠইন্দ্রিয়, এরপর আর কি হবে..?
তবে কি একদিন দূর্বাঘাসকে বলতে হবে বাঁশ
সমস্ত জোগাড়যন্ত্র কেবলই করবে মিছে জলের চাষ?