ইচ্ছে হয় মন খারাপের দিনগুলি মুখস্ত করে রাখি
মাটিতে উড়তে উড়তে একটু জিরিয়ে নিই নগদ
অথবা বাকি; কেউ কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়
কিছুক্ষণ পর কচি অভিমানে সে হাত ফিরিয়েও নেয়
আমি অভিমানের বাগানে ফুটন্ত গোলাপ দেখি!


ইচ্ছে হয় মন খারাপের দিনগুলি নাড়ীকাটা পাটের
মতোন জাগ দিই অথবা বালিশের ভেতরে পুঁতে রাখি
অতঃপর ফিরে ফিরে হাজার হাজার বছর উত্তর
যেখানে হিমালয় নাই, সাগর-মহাসাগর কিছু নাই
আকাশ ভেংগে ভেংগে পড়ছে মানুষের মাথার উপর!


সেখানে আমার ভালো মন, খারাপ মন বলে কিছু নেই
পাহাড়ভাঙা হাতুড়ির শব্দ আছে, জলপোড়া গন্ধ আছে
অদৃশ্য বনেদি শক্তির অট্রহাসি আছে....
আমি কিছু দেখি না... আর কিছু দেখতে চাইও না
আমি কেবল দিশেহারা মানুষের ছুটাছুটি দেখি!!
-------