নদীর তীরে এসে দেখি
নদী কোথাও নাই
ছাগল ঘুরে পাগল ঘুরে
নদী কোথায় ভাই!


নদীর বুকে চর আছে
চরের বুকে বাড়ি
সেই বাড়িতে গাঁয়ের বধু
চড়ায় শুন্য হাঁড়ি।


দুই ধারেতে ভাঙা পাড়
কষ্টে মাখা হাসি
সাদা মেঘের ওড়াওড়ি
দেখতে ভালোবাসি!


আকাশ জুড়ে তারার মেলা
মিটিমিটি জ্বলে
সেই তারারা কেন জানি
মরা নদীর কথাই বলে!!
-----------------------------