মৌনতার শক্তি তুখোড় জলের চেয়ে কম নয়
কম নয় পাগলা কুকুর অথবা জংলী হাতি
তবুও আমরা সমুদ্র স্নান নিয়ে করি মাতামাতি!


নকশি ফোঁড়ের মত কথার পিঠে কথা সেলাই করি
কথার বুলেটে প্রতিপক্ষকে ঝাঁঝরা করি
কথার পায়ের ছাপে কথাদের পদপিষ্ট করি!


অথচ জলের অমিত শক্তিকেও হারিয়ে দেওয়া যায়
অথচ প্রবল বল-কেও পোষ মানানো যায়
কেবল পিছমোড়া করে বাঁধা যায় না মৌনতা
যেমন সব প্রাণির ভেতরেই লুকিয়ে থাকে যৌনতা!