মৃত্যু আসলে একটি নদীর এপার থেকে ওপারে যাওয়া
কিছুদিন এপারে এপাশ-ওপাশ ফেরা
ভালোবাসা, ঘৃণা কিংবা হিংসা, বিদ্বেষের চাষ করা।


কেউ কেউ মানুষ হওয়ার মিশনে দৌড়-ঝাঁপ দেয়
আর কেউবা সারাজীবন পশুত্বের ঠিকাদারি করে
কে মানুষ হলো আর কে হলো না --- এসব বিচার পরে
চ্যানেল আর প্যানেল ছাড়াই একদিন সবাই মরে!


মৃত্যুর নদীটা সবাই পার হবে -- পার হতেই হবে
কেউ নদীটা পার হবে স্রোতের অনুকূলে পালতোলা
নৌকার মতো, আর কেউ স্রোতের প্রতিকূলে সাঁতার
কাটার মতো!
তবে শেষ পর্যন্ত সবাই পার হবে এই মৃত্যুনদী...
ওপারে অধিকাংশই বলবে, হায়.....এপারে কিছুটা
প্রস্তুতি থাকতো যদি
আজ তবে আর হারাতাম না আলিশান গদি..!!
----------------------------------------