খাল থেকে সমুদ্র কেউ কথা রাখেনি ..তাতে কী.?
তবুও আমি রোমান্টিক সব মানুষের কথা ভাবি
যে হাতে শোভা পাচ্ছে ন লৌকিক স্বর্গের চাবি!


প্রেমের আগুনে একদিন পাথরে ফাগুন দেখেছিলাম
লৌকিক থেকে অলৌকিক শব্দপুঞ্জের ভেতর...
রাশি রাশি দোলন চাঁপার ফুল
সকাল থেকে সন্ধ্যা ওরাই আমাকে করে দিত আকুল!
তবুও বাজিতে হেরে পথে বসেছি কবিতার খাতা নিয়ে
তাতে হয়েছে কী...? এখনও যাইনি দমে..
পৃথিবীর সব কাঁটা তুলে নেবো ভালোবাসা দিয়ে!


যে বণিক ঝড়-জলে ভয় পায়
যে পথিক পথ-কে লজ্জা পায়
যে সৈনিক তলোয়ারে ডরায়
তার মতো অভাজন আর কে আছে?
তবুও মিছে কিছু আশা আমায় বারেবারে ডাকে কাছে!
----------------------------