বিরান মাঠের মতোন ছড়িয়ে আছে মহানন্দ চারদিকে
যে যেভাবে পারছে কুড়িয়ে নিচ্ছে পাখির পালক
কলরব... অযুত-নিযুত-কোটি নক্ষত্রের দৌড়ে আমরাও
ঠাঁই দাঁড়িয়ে আছি সব!


বলতে পারো, এই দাঁড়িয়ে থাকার কি আছে শেষ
তবে কি আমরা কেবল-ই কোলন, সেমিকোলন, ড্যাশ?