খুব বেশি কাঠখড়ি চুলোয় যায়নি
ফাস্ট মিডিয়া স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার
কথা বলছি
যেমন খুশি তেমন সাজো
হাতভাংগা, সারা শরীর ব্যান্ডিজে সাড়া
পুরুষ নির্যাতনের এমনি রগরগে নগদ ছবি
প্রধান অতিথির চেয়ার অলংকৃত করে ছিলেন
আমার মতো এক নগন্য কবি!


নারী দিবসে.....
আমি এখন অবলা পুরুষ নির্যাতনের কথা ভাবি
অবলা নারীর সবলা হয়ে উঠার কথা ভাবি
একদা মালগাড়িটির রকেট হয়ে উঠার কথা ভাবি
হিমালয়ের বরফ গলে ডুবে মরার কথা ভাবি
সরল সুদকষার শরীরে চক্রবৃদ্ধির কথা ভাবি
কথায় কথায় নারীর মুখে তালাকের কথা ভাবি
মামলা, হামলা, ভয়-ভীতি প্রদর্শনের কথা ভাবি
সমান অধিকারের নামে
একজন নারীর পুরুষ হয়ে উঠার কথা ভাবি।


আমার ভাবনারা আগুনে পোড়ে মরুক
আমার ভাবনারা হাঁটুজলে ডুবে মরুক
আমার ভাবনাদের ওলাউঠা উঠে উঠুক
তবুও আমি চাই  
নারী-পুরুষ মিলে সাজিয়ে নিক স্বর্গের বাড়ি
পুরুষ নয়, নারী হয়ে উঠুক কেবলি নারী!!