আরও একটু রাত হলে রোজই কাত হই
আমার সাথে কাত হয় আস্থা, অনাস্থা এরা সবাই
তখন ধীরে ধীরে নৈঃশব্দরা নৈশভোজে যায়
আর আমার কিম্ভুতকিমাকার.... প্রহরগুলো
একটা আরেকটাকে গিলে খায়.......!!


অনেকেই আমাকে হতাশাবাদের টোপর পড়িয়ে
থাকেন, আমিও জানি এ অমূলক নয়,
তবুও বারবার হিংসুটে  কবিতার চোখ
অক্ষরের আলোকে পাহারা দেয় এ বুক.....
তবুও..থামার নাম-গন্ধ নেই এ বুকের ধুঁক ধুঁক!


অতঃপর ঘুম ভাঙলেই দেখি আমার কচিকচি
ভাবনারা গুম হয়েছে,
এই যেমনঃ  
রাত পোহালেই শুনি অমুকের কাল... অকাল
হয়েছে..... আরও অনেক কিছু ...
তবে কি হতাশারা আর কোনোদিন ছাড়বেনা পিছু?
তবুও রোজ রাতেই আমার স্বপ্নেরা ডানা মেলে
ভাবে নতুন প্রহর থেকে আর কান নিবেনা চিলে...!!