আমার প্রলম্বিত কিছু ছায়া আরও প্রলম্বিত হোক
সমুদ্র, পাহাড়, নদী, গদি, যদি সবকিছু ছাড়িয়ে যাক
আমি বিষকাটালির ছায়া এবং মায়ার কথা ভাবি!


যেদিন লাকড়ি চুলোয় নিজেকে জলাঞ্জলি দিয়েছে
যে আগুন হাঁটুজলে নামখাওয়াস্তে আত্মাহুতি দিয়েছে
যে প্রেম ব্রহ্মপুত্রের নাদান জলের সাথে ভেসে গেছে
আমি সেই নিষ্প্রাণ কিছু মানুষের কথা বেহুদা ভাবি!


তবুও নলিনের বিলে এখনও চিল ওড়ে
দুর্বোধ্য কিছু তারকারাজি মাথার ভেতর ঘুরঘুর করে
আমি রেসিং এর যুগে নিপাতনে সিদ্ধ সন্ধির কথা ভাবি!


উড়ন্ত চিল যখন ছুঁ মেরে বিল নিয়ে যায়
একটি কবিতা যখন আরেকটি কবিতাকে অবলীলায়
গিলে খায়
তখন নিরীহ, নিভৃতচারী কবিও বানপ্রস্থে চলে যায়!