শুনেছি এখানে ভালোবাসা দাম দিয়ে কিনতে হয় না
অরণ্য, পাহাড় আর সমুদ্রের মতো হাত বাড়ালেই
ভালোবাসা ছুঁয়ে দেওয়া যায়!
আমার অর্থ-বিত্ত, সম্মান এসবের কোনো প্রয়োজন নাই
আমার কেবল দু'মুঠো ভালোবাসা চাই!!


ইদানিং কবিতা আমাকে ছেড়ে গেছে
ছেড়ে গেছে হাজারো বিত্তহীন শব্দের মিছিল
তবুও যে বসন্তে তাকে হারিয়েছি
আমি এখন সেই বসন্তের কোকিল!


সেদিন বাজারে গিয়েছিলাম  মাথার উপর গাঙচিল
যে গান হারিয়ে গেছে, সেই কি তবে আমার প্রিয়তমা
নলিনের বিল?