রাত বাড়ছে নাকি দিন করতে পারিনা ঠাহর
করণীয় কাজ আঞ্জাম দিতেই কেটে যায় প্রহর!
কতদিন লজ্জাবতী লতা দেখি না ওদের কী কাজ
তবুও আজকাল মনে মনে পাই অথৈ লাজ!


সারাদিন কবিতা লিখিনি বলে সিঁথিপথে নদী
একটা দুইটা নয়.. হাজারে হাজারে বইছে নিরবধি!
আরেকটা নতুন বছর শুরু হবে আগামীকাল
তারাবাতি কিনে না দেওয়ায় আরশি ফুলিয়েছে গাল!


তথাপি তথাকথিত নতুন বছর আসবে দিয়ে হাঁক
ফটকা, ফানুস আরও কত কিছু ওড়বে ঝাঁকে ঝাঁক!
এসব করে আমরা তবে কী বার্তা দিতে চাই
মুখেই বলি "এসো হে বৈশাখ" অন্তরে ঠাঁই নাই!!