কবিতা এখন কক্সবাজার থেকে ইনানি বিচ
সমুদ্রের নীল জলে কৃত্রিম অবগাহন,
খোঁজে ফিরছে কুসুম কুসুম অজাতশ্মশ্রু উষ্ণতা!      
তাকে বলেছিলাম,
পাঠিয়ে দাও না দু’একটি তার ছেঁড়া ঢেউ!  
কথা দিলাম----  সৈকত কিনে দেব
কিনে দেব মহাসমুদ্রের র সব ঢেউ!
একটু আগবাড়িয়ে আরও বলেছিলাম.....
কোনোদিন জানবে না কেউ-----!!  

এখানে আমার নাগরিক প্রেম, সকাল-সন্ধ্যার খতিয়ান  
একুশ ক্যারেট সোনায় মোড়ানো নগ্ন ইমিটেশন,
কেবল অলীক স্বপ্নে বিভোর হয়ে আছে
দুই চাকা
তিন চাকা
চার চাকা---,  
এখানে ঘড়ির কাঁটা কথা বলে, মানুষগুলো কথা বলেনা!

এখানে এই অচেনা আমি এক অনুস্বার বিশেষ
মেনে নিয়েছি নটরাজ বৃত্তের করণিক ভালোবাসা!  
কেবল যেটুকু সময়, তোমার কথা মনে হয়,
তখন ইট-পাথরের সাথে আমার কিছু কথা হয়,
আর বাকিটা সময় মিছেই হাসা...
সংগোপনে কাঁদে আমার কপোট্রনিক ভালোবাসা!!