আজকাল নিরবেই চেয়ে থাকি প্রমাণ সময়
বুক থেকে মুখ যেন অজেয় সাত সমুদ্দুর
তবুও মাঝে-মধ্যে উঁকি দেয় আসমান ভাঙা রৌদ্দুর!


পাহাড় সে মাটির হউক কিংবা পাথর
সে কি জন্মে দিতে পারে সুগন্ধি আতর?


তবুও ইদানিং আমার প্রিয় তালিকায় নিরবতা
কেউ জানুক অথবা নাই জানুক
আজও গুমরে কাঁদে আমার অপ্রকাশিত কবিতা!