এই রাতের পান্ডুলিপি ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে
সেইসাথে পাল্লা দিয়ে বাড়ছে উড়নচণ্ডী কুয়াশার ঝড়
আজকাল পথে-ঘাটে কেবল ধূসরিত ধুলির ঘর
কেউ জানে না, কার কাছে লুকানো ভালোবাসার চাবি
আমার এসব কিছুই চাই  না... আমি কেবল
কিছু গুটিকয়েক তাজা আবেগ ধার করার কথা ভাবি!


যার গলায় বিঁধেছে কাঁটা, সে-ই বুঝে বুড়ির চরকাকাটা
আমি এখনও দেখি ঝুড়ি ভর্তি সারিসারি সুন্দর মাকাল
এতো যে জোয়ার জল, তবুও আমার জলের আকাল!
যে ভালোবাসে স্বদেশের মাটি
তাঁর কাছে সেইতো সবচেয়ে খাঁটি।।


তবুও আমি পিত্তথলি থেকে নির্গত রসের কথা ভাবি
নিরন্নের হা মুখে অন্ন যোগাড় দেওয়ার কথা ভাবি
রাজায় রাজায় কেবল নীতি হয় না.. গীতিও হয়
ফসলি জমির মাঠ থেকে উঠে আসা সবাই চাষা নয়!


তবুও আমি অপ্রকাশিত পাণ্ডুলিপি প্রকাশের স্বপ্ন দেখি
যদিও জানি...
রাত পোহালেই রাত দেখবো..দু'দণ্ডের স্বপ্নরা সব মেকি!
----------------------