ধীর পায়ে হাঁটতেছিলাম
লোকে যাকে বলে নাকফুল মার্কা হাঁটা
মাঝে মাঝে পৃথিবী থামে
আমার হাঁটা থামে না!


এই শীতটা বেশ ভালোই উপভোগ্য
কেউ কেউ কবি বলে বিদ্রুপ করে
আমি কি আর কবিতার যোগ্য?


জীবন আর স্বপ্ন পাশাপাশি ছিল
এখন হাহাকার করে পুরাতন দিন
আমরা কেউ খেয়াল করি না
ধীরলয়ে হাঁটায় জমা আছে পিতৃঋণ!
-----------------