আজ এই এক পাথর শোকে, কোন এক অজানা উল্লাস এই বুকে!
আঁধারের কোলে বসে
হঠাত নেমে আসে, অচেনা কানন বালা
কেউ জানো নাকি, কোন আশে, কার পাশে
কার গলায়, কোন ছলা-কলায়
পরিয়ে দেবে ভুলের মালা?
দু করের আঙুলের গিঁটে, বসে গেছে কালছিটে !
তবু জমাট লাভার স্তূপ
বুকের ভিতর জ্বেলে দেয় ধূপ
চেয়ে চেয়ে দেখে মোমের বাতি
ক্ষণে ক্ষণে জানায় আরতি
একের পর এক মুখ ঘুরিয়ে বিদায় নেয় আঁধার রাতি !
জানি না
এই মরীচিকা উল্লাস
কতক্ষণ তবে, থাকবে ভবে !
অতঃপর
যেমন কেঁদেছিল সাগর দীঘি
কেঁদেছিল নিরবধি
তেমন কিছু, যদি নেয় পিছু!
আবার হাসব এক পাথর শোকে, আবার কথা শুনব না হয় তোমার মুখে !!