মাতৃ গর্ভ হতে ভূমিষ্ঠ হয়ে
সুতীব্র চিৎকারে জানান দিয়েছিলাম
আলো চাই, এক চিলতে আলো
অতঃপর কুচ্ছিত কালো মেঘের আনা গোনায়
ক্ষণে ক্ষণে রঙ বদলায় আমার আকাশ
আর আমার পৃথিবী অন্ধকারের জলসায় মূক, বধির !
বোবা কান্নার ক্ষরণে হৃদয়ের মরণ হয়, তবু
এতোটুকু আলোর দেখা পাইনি !


আমি হাসতে পারি না; পারি না কাঁদতেও
ভূতুড়ে আলখাল্লার বিচরণ দেখে অবোধ শিশু হিসু করে দেয়
ডাইনে বাঁয়ে ডাইনীরা হাসে অট্টহাসি
লজ্জায় লাল হয় কাঞ্চন বালা
বিছানার তক্ত পোশ ঘিরে নাচানাচি করে আরশোলা
আর অগণিত জীবন্ত কংকাল !


প্রতিরাতেই ভাবি আবার ফিরে যাব মায়ের পেটের ভিতর
থেকে থেকে মনে পড়ে বাবার আদর
শীতের সকালের রোদ পোহানো, কাশবনের শুভ্র চাদর
চাঁদের ভেজা জোসনায় উজাড় বাড়ির ডাক সই
আমার সোনা ঝরানো, পাতা কুড়ানো বিকেল গুলো কই ?
তমসার পর তমসা অক্টোপাসের মত আমার চারপাশে
এই অমানিশা দেব পাড়ি বলতে পার কিসের আশে ?


আলো চাই, এক চিলতে আলো
দূর হউক জীবন পথের বাঁকে বাঁকে লুকিয়ে থাকা সকল কালো
আলো চাই, এক চিলতে আলো !!