কলিমুদ্দীন আর আমি
আমি আর কলিমুদ্দীন
একই ছাদের বাসিন্দা সুদীর্ঘ ৪২ বছর ---
চুলচেরা হিসাবে তিন যুগ ৬ বছর ১ মাস ৯ দিন
মহাকালের কাছে অবশ্য
মাত্র এই ক বছর !
আমাদের পরস্পরে হয়নি কোন কথা
হয়নি হৃদয় দিয়ে হৃদয় দেখা ।


কোন বাক্য বা প্রশ্ন ছুঁড়ে দেননি কলিমুদ্দীন
কলিমুদ্দীনের ছায়া মাড়াই আমি ছলিমুদ্দীন
তিনি অফিস যান
আমিও অফিস যাই
একই সিঁড়ি দিয়ে করি উঠানামা
বিনিময় হয় পরস্পরের শরীরের বাতাস
দেওয়া হয়নি সালাম
করা হয়নি কুশল জিজ্ঞাসা
ঈদ যায়, পর্ব যায় , জন্মদিন যায়
কেউ কাউকে করি না নিমন্ত্রণ
প্রয়োজনও বোধ করি না সামান্যতম
প্রত্যেকেই যেন এক একটা আলাদা পৃথিবী ।


হায় ইট , হায় পাথর !
হায় নগর !
হায় আধুনিক সভ্যতা !
ধিক ধিক আমাকে !!
ধিক ধিক কলিমুদ্দীনকে !!