এই এক আকাশ পতাকা আর দুই সের চাল
লক্কড় ঝক্কর রিকশা
আপাদমস্তক ঘামের সোনা  
তেল বিহীন চেইন, প্যাডেল
আর এক বৃদ্ধ যুবকের জীবনী শক্তির লড়াই!
ক্ষয়ে যাওয়া অবাধ্য হাড়ের হার না মানা হার!
মানুষ
সমাজ
প্রকৃতি
আর বাক, অবাক, হতবাক !
তবু থেমে নেই রিসাইকেল বেন
কুনো ব্যাঙ,
কুল নেই
কিনারা নেই
তবু --- তবু ----তবু --- !
হয়ত কখনও ঘিরে ধরে এতোটকু উষ্ণতা
এনে দেয় স্বর্গের স্বাদ
জ্বেলে দেয় আকাশ প্রদীপ
তবু
শুরুর শেষ আর
শেষের শুরু থেমে থাকে না
মেঘ বালকের চোখে নেচে গেয়ে বেড়ায় অবোধ সান্ত্বনা !!