কাল সারারাত কেঁদে কুটে কাটাল বেঘোর রাত
নির্ঘুম চোখে জেগে ছিল কিছুক্ষণ
এক আঁধলা চাঁদ,
সে আর আমি উদভ্রান্তের মত খুঁজেছি পরদেশি বাতাস
এক খণ্ড যাযাবর মেঘ
এক বিন্দু আকাশ ভাই ফোঁটা
কিঞ্চিত জলের ছিটা!
কসাই রাত
প্রহরের পর প্রহর
ঘামাছি জলে কাক ভেজা,
আমি
সেই সাথে মধ্য বয়সী এক পোয়াতি নারী
আর অগ্রজ দুটি নতুন কুঁড়ি
এবং
এক পায়ে দাঁড়িয়ে থাকা তাল গাছ সেও !
কেউ শুনলো না
কেউ দেখলো না
বিষাদ সিন্ধু ,
আরব্য রজনীর অপাংত্তেয় উপাখ্যান !!