এক একহারা বুভুক্ষু মোড়ল বাঁশ
আর অনাহারী কয়েক ছানা
জীবন্মৃতের মত
পচা শামুকের মত
কোনো রকমে টিকে আছে,
নাটিকার মত!
উদর ফুর্তি করার মত এক ঘটি জল, তাও নেই!  
শুধু
আছে মরার উপর খাঁড়ার ঘায়ের মত মাজা ব্যথা
চোরা জ্বর
গিঁটে বাত আর বিনে পয়সার গ্যাসের চুল্লি!
অথচ
এক সূর্য সময়ে সব ছিল
হাতে বন্দুক ছিল
বুকের ভিতর টগবগে রক্ত ছিল
সহযোদ্ধা বন্ধু ছিল
আর এখন  
কেউ খোঁজ নেয় না
নেয়ার ফুরসত পায় না
অথবা প্রয়োজন বলে স্বীকার করে না
তবু ক্ষোভ নেই, ঘৃণা নেই, অবিশ্বাস নেই
এ মাটির প্রতি ভালোবাসার কোন কমতি নেই !!