একটু একটু করে ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে ডাকাত রাত
দূর নক্ষত্রের মিটিমিটি আলোও এখন ফিকা লাল  
জৌলুসহীন, নিবু নিবু ---- !
এই আঁধারে হুলো বিড়ালের নেংটি ইঁদুর খেলা
অথবা
পাইথনের সুরেলা মুখের কৃষ্ণ গহ্বরে জমাট লালার মেলা!
আঁধারের ভয়ে কেমন যেন চুপ মেরে আছে শ্বাপদসংকুল,
কুমেরুর মত রাত আর দিনের কোন ব্যবধান নেই
শুধুই লেজ গুঁটিয়ে
দুহাতে সলাজ চুড়ি পড়ে
আর
মাথায় বার হাত ঘোমটা দিয়ে কোন রকমে নিজেকে
আড়াল করে রাখা,
পাছে কেউ দেখে ফেলে  
যদি কেউ শুনতে পায় সুবচন
শনির বাপ যদি উঠে আসে জালি বেতের লাঠি হাতে!  
তবে
সমলার কী হবে
কমলার কী হবে
তার চেয়ে বাপু, এই আছি বেশ!
চোখ থাকতেও দেখি না
কান থাকতেও শুনি না
কবিতা বিক্রি করে যদি দু চার পয়সা পাই
সেটাই বা কম কিসে ? কার কী আসে যায় !!