তবে আর কেন কবিতা লিখব
যখন ঈর্ষার আগুনে পুড়ে কবিতারা
আর কেন গল্প লিখব
যখন গল্প-কবিতার প্লট গুম হয়
পুরষ্কারের বারুদ জ্বালিয়ে দেয় চিন্তার স্রোত
কলঙ্কিত হয় পবিত্র চাঁদিমা
ফুল গুলো ঝরে যায় অকাল বসন্তেই
অংকুরেই বিনষ্ট হয় অংকুর !


তবে আর কেন কাটব রং তুলির আঁচড়
যখন ভূলুণ্ঠিত হয় প্রকৃত স্বাধীনতা
সটান বন্ধ হয় মনের খোলা দরজা
অদ্ভুত ছেলে খেলায় মেতে উঠে সভ্যতা
চলে তামাশার পর তামাশা
গড়ে উঠে সিন্ডিকেটের বেড়াজাল
যখন লাগামহীন বাজার মুল্যে পাঠক দিশেহারা !


তবে আর কেন স্বাধীনতার কথা বলব
যখন একচল্লিশ বছরের যুবক শিশুর মত হামাগুড়ি দেয়
কাগজের টাকায় মূল্য নির্ধারিত ধর্ষিতার
গল্প কবিতারা কাঁদে কাঁদুক
আমি চুপ করে থাকব !!