চারদিকে সুনসান নীরবতা
কাক, টিকটিকি, শেয়াল সবার ভিতরে
চাপা ভয়
কেউ কিছু বলছে না
অথবা
যে যেদিকে পারছে পাল উড়িয়ে দিচ্ছে
বিবেক
জ্ঞান
আত্মসংযম
বোধ
সব, সব কিছুর পাল্টে যাচ্ছে সংগা !!
শুধু
পাল্টায়নি সাপের খোলস
ভিতরের আমি
তবু
মাঝে মাঝে মনে হয়
এই আমি
কচু পাতার পানির চেয়েও
বুঝি কম দামি !!