কেন অমন করে ভাবছ, আকাশ প্রদীপ জ্বালবে না
তান্দুরী রাত ডাকবে না
এই আমি, এই তুমি, এই হীরাঝিল
আর
ব্যবিলনের ঝুলন্ত কারাগার!
কেউ কারো চেয়ে কোন অংশে কম নয়,
না আমি
না তুমি
না এই শ্বাপদসংকুল পারাবার----- !
এই পথ যতোই বন্ধুর হোক
না হয় ঢাকা পড়ে থাকুক
পাথুরে কয়লা
শতবর্ষের রাবিশ
তবু
কোন না কোন ভাটির টানে পেয়ে যাব কোন এক মোহনা
সাগর সঙ্গম
লাভার উষ্ণ স্তূপ
যেখানে লিখব তোমার-আমার নব প্রজন্মের কবিতা
এই শ্রাবণ বসন্ত দিনে
দেখো
মেতে উঠবে ফুল্লুরা
নিঃশ্বাসের কচি ঘাসে
তোমার বুকের সুউচ্চ গিরি বৃন্তে
জুলিয়েট
আর রোমিওর চেয়ে আমিও  কোন অংশে কম না
কম না ---- !!