এক হাঁটু জলে সাগর ডুবে মরল  
এক তলা
দোতলা
তিন তলা সাগর
আর
বিনে পয়সায় স্বর্গের টিকেট কিনে নিল
কিছু দেশি নিরীহ গরিব মাছ
কত মাছ তার কোন গাছ পাথর নেই  
যে মাছের শিং নেই
তলোয়ার দাঁত নেই
বেঁচে থাকার, না থাকার কোন সারমর্ম নেই
দু’চোখ বড় বড় করে
বেহিসেবী চক্কর দিল জানবাজ চিল
আর
স্বর্গ-মর্ত্যের একমাত্র ত্রাণকর্তা রুস্তম
কোন মাছ আদৌ উদ্ধার হয়েছিল বলে কেউ শুনেনি
শুধু
দু তিনটে মরে ভেসে উঠা লক্ষ্মী ছাড়া
এখন
বাতাসের কানে কানে গুঞ্জন
সাগরও নেই
মাছও নেই
আহা --!! কী আজব মধুর সন্দেশ!