এক জারজ কামুক ভুলকে ফুল ভেবে
একদিন এক উন্মত্ত হস্তি বেলায়
বড় সাধ করে সাজিয়েছিলাম ফেনিল ধূলিঝড়  
এক আধো ছায়া, আধো রোদেলা নিরুপায় তুলসী তলে
অতঃপর
একে একে সম্প্রদান করেছি কত নির্লজ্জ বেহায়া সময়
সেই সে মালা গলায় পড়ে কত গিরি শৃংগ মন্থন করে
এক পা  
দুই পা
তিন পা
করতে করতে চলে আসি ডাকিনী সমুদ্রের মাঝখানে
তারপর
অবাক নয়নে তাকিয়ে দেখি আমার মত কত শত
বধির নদী
ডুবে মরেছে এই সাগরের কামাক্কা মায়াজলে
আমার মত কত মত্ত হাতি গিয়েছে নিজেকে বেবাক ভুলে
অথচ
এখন
নির্বোধ আকাশের মতন থাকিয়ে থাকা ছাড়া আর
কিছু করার নেই
এতো দিনে নির্বোধ জল যে অনেক দূর গড়িয়েছে  
ধন
মান
কুল
সব, সব, সব
ডুবে মরেছে
এক সাথে--- এক মধ্যবিত্ত সাগরের লোনা জলে----!!