আজ এই এক গোধূলি বিলক্ষণ বেলায়
তোমার বাড়ন্ত ভরা যৌবনের মৌবনে বড়ই অনাহূত
মনে হচ্ছে নিজেকে,
কোন হেতুপদ ছাড়াই কেন জানি
অকাল বৃদ্ধ যুবকের মত একটা সাপ দেখা ভয়
অক্টোপাসের মত ঘিরে আছে
এই বেলে-দোআঁশ মন;
একটা ঠিকানাবিহীন সুড়ঙ্গে ঝাঁপ দেওয়ার মত
কাঁপা কাঁপা পায়ে গভীর খাদের কিনারে দাঁড়িয়ে থাকার মত
বড় শিরোনামহীন বেমানান
তোমার এই নীলপদ্ম পুকুরে
আমার কামিনী মনের মুকুরে শতবর্ষ ধরে সাজানো গোছানো
ঘর-দুয়ার  
এক নিমিষেই এই অকাল শ্রাবণের গাঙ্গেয় জলে
নির্বাসন দিয়েছে সূর্য দেব,
আমি কিছু বলিনি!
চেয়ে চেয়ে দেখেছি দখিনা বাতাসের উর্বর রংতুলি,
একবার মনে হয়েছিল
হারানো ছেলেকে ফিরে পেয়ে মা পাখি যেমন করে
বুকের ভিতর বুক চেপে ধরে,
যে স্বর্গ সুখে নির্ঘুম কাটিয়ে দেয় ঘুমের রাত  
আমিও তেমনি ------ পাতিহাঁস!
ভিজতে চাওয়ার দুর্গম গিরিটা শুধু লংগিতে পারলাম না,
একটা অধরা সুখ বুকের ভেতর চাপা দিয়ে
এক পা
দুই পা
তিন পা
করতে করতে পিছু হটলাম  
অথচ
তুমি একবার তাকিয়েও দেখলে না!!