দেখো, হাতের ছয় আঙুল আর কপালের বলিরেখা
যেখানে নেমে এসেছে বর্ণিল চেতনার গিরিখাত
শত জনমের অলক্ষুণে, অভিশপ্ত বারমুডা ট্রায়াংগেল
যেন কোন এক অসূর্যস্পর্শা চিরকুমারীর সতীচ্ছেদ!


কাতর তাকিয়ে আছে অবিভাজ্য দুর্গম গিরিকান্তার
মাঝি-মাল্লাহীন শূন্যে ভাসমান আছে নীল আসমান
তবে মনে রেখো আমিও কম না, খবরের শিরোনাম
পাষাণে বেঁধে রেখেছি চোরাবালি,  জঙ্গলে জঙ্গম;  
তবুও ভাসিয়ে দিয়েছি এক রাত্রির নির্বাক কথা বলা
আঙুলের ভিতর আঙুল ভিজিয়ে চাঁদনী প্রহরে দোদুল পথ চলা, খাপছাড়া ঘরকন্নার সেই চীনের মহাপ্রচীর
যেখানে দাঁড়িয়ে গেছিল কিছু বেদিল ঝিঁঝিঁ পোকা!


তাতেই তোমার মাত্রাহীন স্বরবর্ণের পালে হঠাৎ হাওয়া
ওদের প্রতাপ দেখে পালিয়ে বাঁচা ছাড়া আর কিছুই করার ছিল না আমার; ভাবতেই অবাক লাগে সেই আমিও কিনা আজ ওদেরই দলে.....!
বর্ণমালারা কাঁদছে...  কাঁদুক ওদের বিশ্বস্ত চোখ
সেই চোখের জলে পরিশুদ্ধ হোক তোমার পাষাণ বুক!
------------------------------------