রাত বিরাতে বেরিয়ে পড়ি একটু আলোর খুঁজে
হেথায় খুঁজি সেথায় খুঁজি চোখ যে আসে বুজে!  


রহিমুদ্দির কুঁড়ে ঘরে পেলাম শিশির কনার দেখা
কইতরীর শেষ চিঠির জবাব আজও হয়নি লেখা!  


শীতের বুড়ি আসছে হেসে কোন জোগাড় নাই
একটা মাত্র ছিঁড়া কাঁথা  কেঁদেই বুক ভাসাই!  


ইস্টিশনে পইড়া থাকি আজ নগদ কাল তা বাকি
বুকের ভিতর জমাট বরফ কোনখানে তুইল্যা রাখি!  


একটা দুইটা তারা জ্বলে মনের বাতি কোথায় পাই
একলা আকাশ ঘুমিয়ে থাকে চাঁদের তবু দেখা নাই!