এই ---- কী ছিল
তোমার মনে,
দুই মিনিট
এখন
পথে পথে বিরহী সময় গুনে!


অপেক্ষার বাড়ন্ত ক্ষণ, ক্ষণে ক্ষণে বাড়িয়ে দেয়  
দুর্ভাবনার বুদবুদ;
ডানা হারা পাখির মত আমি অসহায় তাকিয়ে থাকি
তোমার আসার পথে,
এক ঝাঁক বাবুই পাখি উড়ে যায়, আমার গতর ঘেঁষে ;
আর
আমার পিঙ্গল দৃষ্টি কেবল তোমাকেই খুঁজে!  


অতঃপর
সফেন সমুদ্রের মত ঠাই দাঁড়িয়ে থাকে  
রেললাইনের স্লিপার,  
শঙ্কা নিয়েই চলে যায় মেঘপরী
আর ফিরে আসে না
ঠিক যেন তোমার মত ---
কোন্‌ পথে হাঁট কেউ জানে না
কেউ জানে না!!