একদিন যেখানে দাঁড়িয়েছিল কালের খেলাঘর,
আজো আছে সেখানেই;  
আর
আমিও ঠাই দাঁড়িয়ে আছি, ঠিক যেন
আনকোরা কলের পুতুল!    


একদিন  
ভাঙা ভাঙা বোধের মিছিল
লিখে যেত কবিতা,
এখন
আর সেদিন নেই, ভুলে গেছি
এক, দুই, তিন চয়নিকা!  


আসমানি সারাদিন কাতরায় শ্রাবণ সুখে,
কোথায় হারিয়ে গেল---
অনাহারী জননীর কোল?
খামখেয়ালি লিখে রেখো, এক জনমের
মকর রাশির,
লেজ কাটা গিরগিটির
শ্লীল, অশ্লীল, আবোল-তাবোল!  


কে জানতো? এই ভাবে পচে যাব---
ভুলে যাব ইতিকথা
ভুলে যাব ইতিকথার পরের কথা;
একদিন রাত পোহাবার আগেই কানামাছি দৌড়,  
সমতট থেকে গৌড়!
ধানসিঁড়ি চিম্বুক বেলা
এই কী তবে নটরাজ-- তোমার খেলা!!