কৈলাস থেকে সপাটে নেমে আসা শারদ সৈকত  
সেই কখন থেকে তোমার দুয়ারি,
সেই কখন থেকে
ভিখ মাগছে যুবক ডিকশনারি;
যদিও তোমার ভ্রুক্ষেপ হীন শ্যেনদৃষ্টি  
আর  
এই অকারণ অবহেলা
কিছুতেই তাঁকে টলাতে পারছে না,  
কিছুতেই ভুলাতে পারছে না
ডট পেপারে মোড়া
মোচাকৃতি প্রেম!  


থেকে থেকে ক্ষণে ক্ষণে মনে পড়ছে
স্থূলকোণ,
ভাঁজ করা ডিসপ্লে;
পারো তো
একটি বারের জন্য হলেও এসে দাঁড়াও
আমজনতার কাতারে,
একবার না হয় আলগা করো খোঁপার বাঁধন
এই স্বল্প ভুক
অচিন সেঁতারে!


আমি না হয় যেখানে আছি- সেখান থেকে
আরও দূর-- বহুদূর  
পথ গুনব; ভুলে যাব সব সুর, সব গান--
আরও না হয়  
ভুলে যাব তোমার-আমার এই
কাকতাল----
এই নির্ঝরের ঐকতান!!