সোনামুখী রাত এসেছিল কাল
দিয়ে গেছে নকশী কাঁথা সুখ, এদিকে
একটুও তর সইল না
অপয়া চণ্ডাল ব্যাটা লেজকাটা আগ্রাসী ভোর!  
সে যেন ছিল দারুচিনি দ্বীপ
সুগন্ধি এলাচের ভরা মৌসুম,
দিয়েছিল প্রথম যৌবনের ফুরফুরে ছবক,
ছায়ার উপর ছায়ার লেপটানো নিঃশ্বাস,
অভেদ আগুন!  
আর
আমিও হারানো পথের বাঁকে কুয়াশার ফুল
ফিরে পেয়ে
বুঝে নিলাম মুদ্রণ সুখ!
অতঃপর
চেতনার বহ্নি শিখায় কাচবালি উপদ্বীপ
বুঝে নিল ঈশ্বরের ভাষা,
মনে পড়ে গেল
আমি এক শামুক নাবালেক!!