একদিন খুঁজে পেয়েছিলাম তাঁরে
মন ভাঙা আকাশের গারদের খাঁজে,
অতঃপর
কুঁড়িয়ে পাওয়া নীল জোসনার তুলতুলে গালের ভিতর
ছবক নিয়েছিলাম
জলরঙ বর্ণমালার!
গল্পটি এখানেই শেষ হয়,
অতঃপর
উনিশ বছর পর
গবাক্ষ পথে চার চারটি সবাক তরু দেখে
খুব অবাক হয়েছিলাম আমি!
অবাক হয়েছিলাম
সার্কাস মেঘের মতো
থিয়েটার বৃষ্টির মতো
আর
বানিশান্তার নির্বাক শান্তার মতো!

যে জলরঙ বর্ণমালায় একদিন ছবি আঁকতে চেয়েছিলাম
সব ছবি----
সে নিজেই এখন তুসোর জাদুঘরে আঁকা ছবি
এবং
যে জলরঙ বর্ণমালায় একদিন কবিতা লিখতে চেয়েছিলাম
সব কবিতা---
সে নিজেই এখন মোগলের কবিতা!  

অত:পর
আমি আর খোঁজ নিতে পারিনি
ভুলে গেছি পৃথিবীর সব ভাষা
অথবা
পৃথিবীর সব ভাষা আমাকে ভুলে গেছে!!