দুই আঙুল সময় আগে গোপন অভিসারে গিয়েছিল
সরোদ,  
আর তাতেই
কাশবনের ঘুম ভেঙে সাড়া দিল
কুয়াশার ঝাঁপ খোলা
কাউনের মিহি দানার মত ভাড়াটিয়া রোদ!


শোনা যায়, বিকিকিনি পড়া
দু’একটি শঙখচিলের অনাহারি আবদার
পৌষের উঠোনে,
আঁচলে ভাঁজ করা কিষাণির বাজখাই গলা
এক লাফে নেমে আসে
খাদের কিনারে!


কেউ কিছু বুঝে উঠার আগেই ফিরে যায়
আজরাইলের ডানা,
খাপ খুলে পড়ে থাকে জীবনের পাণ্ডুলিপি;  
কসাই মরীচিকা দাহ করে
চৌরাঙ্গির মোড়,
এই সুযোগে হেমন্ত দেয় এক পৃথিবী ঘুম
কালি ও কলম মিছে লিখে যায়  
রম্য নাটিকা,  
চেতনার কেরোসিন বাত্তি ধপ করে নিবে যায়
অকবি মগ্ন থাকে
কাব্য চর্চায়------!!