বিস্মৃতির অতলে হারিয়ে যেতে বসেছিলো
দেওয়ানা মদিনা,  
কেউ জানতো না
সে যে আমার সহমরণ প্রেম
সে যে শত জনমের পৌরাণিক উপকথা,
সে যে আমার প্রথম প্রেমের রূপকথা!  


এরপর গড়িয়েছে কতো নাদান কামিনী জল,
আলগোছে তুলে এনেছি
রাত্রির গা থেকে খসে পড়া চিতোরের মাকাল ফল;
তবুও কলমির ডানপিটে যমজ বুক
দিয়েছিলো চোখের জলে মিছে নাগরিক সুখ!

তবুও আঁখির চৌহদ্দিতে ক্রমাগত ভাঙতে থাকা  
পাথর ভাঙা মুখ,
মিটিয়ে দিতো হেমন্তের দেনা;
কেউ জানতো না
পুরনো আকাশ ভরা ক্ষত্রিয় উপাচার
জলের দামে বাকিতে বিক্রি হওয়া নক্ষত্র সমাচার!


এখন বসন্তের পর বসন্ত ডেকে যায়
সে আসে না,
একলা পড়ে থাকে নকশী কাঁথা;  
তখন পথের উপর জমে থাকে পথ, পথহারা
কোকিল সেও ভুলে যায় শপথ,
একদিন ফিরে আসে গীতাঞ্জলি
ফিরে আসে শীতের শুরু আর ঝরাপাতা
ফিরে আসে আমার আহ্লাদী কবিতার খাতা
সে আমারে ভুলতে দেয়নি প্রথম প্রেমের কথা!!