কাল সারারাত অকাল শ্রাবণ নেমে এসেছিল
বিষাদসিন্ধু, ভারী বাতাস দিয়ে গেছে এক আচমকা
শোকপাখি সন্দেশ;
পলক পড়ার আগেই কেঁদে উঠে নির্বাক
মনপাখি,
হিমগিরি চেপে বসে টুনটুনি বুকের উপর
ভেঙে তছনছ হয়ে যায় কাচ বালি হৃদয়!

অতঃপর
ঘুমহীন এক কিয়ামত রাত,  
দিয়ে গেছে
পাষাণ চেপে বসা এক ভিখারি প্রভাত,
কেবল
মনে হতে লাগলো এ যে অর্থহীন
আরেকটি ভোর,
যদি আজরাইল নিজে এসে ফিরিয়ে দিয়ে যেত
এই শতজনমের প্রীতিডোর!

এরপর যা হল
বিধাতা নিজেই নেমে এলো!
দিয়ে গেলো
ফিরায়ে কামিনী ভালোবাসার স্পন্দন;
এমনি যেন অটূট থাকে
ভাইফোঁটা বন্ধন!!