একটা কবিতা লিখব ভেবেছিলাম আজ,  
যখন বিবেচনার কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদে  
প্রিয়তমা কবিতার মুখ;
প্রহসনের রোদেলা শিশির, এখন হারিয়ে খুঁজে  
মিছে সান্ত্বনার ধূলিকণা সুখ!


ভালোবাসাই যদি চিনো না
আমার বুজদিল শতরূপা,
তবে মিছে কেন এই সঙ সাজা;
নাকি কপালের বাটে তুলে রেখেছিলে
সাঁঝের বেলা?  
তাই কি অক্ষির অগোচরে বার্ধক্য এসে
খেলে গেছে কানামাছি খেলা!


নাকি সূর্যের সাথে যেমন পেঁচার শত্রুতা,
আমার সাথে তেমনি তোমার;
নিয়েছো আরজনমের শোধ,
দেখো, ভালোবাসা দিয়ে আমিও এখন
নিচ্ছি কেমন তরো প্রতিশোধ!  
  
দেখো, উলুবনে কেমন পড়েছে সাড়া,  
হৈ চৈ ধুন্ধুমার!
আমিও কম না,
একপাশে তুলে রেখেছি পৈতা;
ব্রাহ্মণ সেজে যত খুশি মন্ত্র আওড়াও,
আমিও শুনেছি
চেনা বামুনের নাকি  পৈতা লাগে  না!!