একদিন না লেখা পাদটীকা এখনও দাঁড়িয়ে আছে
বেশ, দাঁড়িয়ে আছে একাদশী চাঁদ
অবৈতনিক অপলাপে;
এক পাহাড় সাইক্রিয়েটিস্ট!
এক সিকি সময় পর পর কেঁপে কেঁপে উঠছিল
আলোর নদী, বিংশতি বছর পর,  
সে আমি টের পাইনি!
লাগামহীন পদ্যগুলো কেবল চেয়ে চেয়ে দেখল--
কেউ কিছুই বলল না,  
বলল না----
আগাগোড়া বদলে যাওয়া ভালোবাসার রুপ মুগ্ধ
শুকনো কেয়াজল!  


সেদিন সাঁঝ বেলার একঘটি পর
দুই হাঁটু ইতর জলে ডুবে মরল টাইটানিক,
কেউ দেখল না!
এদিকে  অপেক্ষা করছিল আরও বিষম,
তিন বোতল হুইস্কির পাঠ শেষ করে সোনাব্যাঙ  
লিখে ফেলল, দুই হাজার কমিকস!  


আবারও কেঁপে উঠল আলোর নদী, জলের আকাশ!  
কে জানি বুক-পিঠ এক সাথে করে
শেওলার বুকে এঁকে দিল গ্রাফিক্স;
তখন সেই পাদটীকা,  সেই রাংসার বিক্ষুব্ধ জল,  
আগ্নেয়গিরি নয়নে চেয়ে  চেয়ে দেখে  
এনিমেশনের পর এনিমেশনে বদলে যাওয়া
দুই পৃথিবীর রুপ!!