কে তুমি, বসে আছ রনিয়ার বিল?
ভেজা কুয়াশায় আঁকছ জীবনের জলছবি,
মৌনতার শুভ্র চাদরে;  
এখানে একদিন অশিক্ষিত বিকেল,
বসে যেত শব্দের হাটে, খুলে দিত
ঝিনুকের মুখ, ভরা ভাদরে---!


অতঃপর
ডানাকাটা একফালি প্রেমিক সলতে,
দু’একটি ফিঙে
আর বনসাই বুলবুল,  
একহাত প্রস্থ নিঃশ্বাস বুকের ভেতর
কবর দিয়ে, জ্বালিয়ে দিত
ম্রিয়মাণ সন্ধ্যার আড়বাঁশি নাকফুল!


এখনও কানের লতি ঘেঁষে উজাড় বাড়ি
গুনগুনিয়ে কথা কয়,
ডাকসই রাত ফিরিয়ে দেয় বৈশাখী দিন,
গাঙচিল, কৃষ্ণচূড়া!