গেল দুই রাত উত্তরে বাতাস নিয়ে এসেছিল
ককেশীয় শীত,
কনকনে চকমতি!
শোনা যাচ্ছিল খড়মের ঠকঠক দোতারা,
তিন যুগ আগের দীগাপতি কালের  
আড়াই গণ্ডা হিসেব!


চোখের ঘোরে কেবল দেখছিলাম এক, দুই বেলা,  
মাহেন্দ্র ক্ষণে গরহাজির দেখি
গাঁদা ফুলের সস্তা মেলা, মাঝে মাঝে আচানক
কেঁপে উঠছিল শ্যামাঙ্গিনী রাই,
হাবিলের কাবিলা!


এই জবুথুবু দিন গোঁজার কেউ লিখে রাখে না
সকলেই তাকিয়ে থাকে অকরুণ অবহেলা,
উষ্ণতার সুতোয় গাঁথে স্বীয় সুখ বেলা
আর  
পশমি উলের কীর্তন বোনে অবলীলা!


এইখানে জনম নতুন করে জনম লয়
কেউ জানে, কেউ জানে না!!