কে আছো? একটা আকাশ দাও--
সবে একটা আকাশ,
গল্প লেখার খাতা!  
যেখানে পৈথান ঘুমিয়ে থাকে সোজা কথায়,
পৃথিবীর সব ধোঁয়াশা লিখে রাখে
এক পক্ষকাল, কুয়াশার কবিতা!


রজনী জেগে থাকে, কোমর দোলায় চাঁদ
পথে পথে ঘুরে বেড়ায় অচিন পথিক
চেয়ে দেখে বিপত্নীক রাত!
শুকুনি মামার মায়াকান্নায় সব ভুলে যায়
প্রশান্তের জল,
চোরাবালি এসে হাত বুলায় জলের মাথায়
কিংশুক হাসে বৈধব্যের হাসি
কেউ জানে না প্রতিফল!


এমনি করে চলেছে বেহুলা দিন-রাত,
শুনেছি উদ্ধারে নেমেছিল এক জাতি বিশ্বাস,
কলির ত্রাণকর্তা, অভাজন হেতু ছাড়াই
আওড়ায় কলের গান;
মনে পড়ে একদিন ভালোবেসে আমিও
নিয়েছিলাম মিছে জলের ঘ্রাণ!!