চেয়ে চেয়ে দেখলাম
তোমার নক্ষত্র প্রস্থান,
ঈশ্বরের রাজসভা;  
পাণ্ডুর কবিকাহিনী
অবচেতনে লিখে রাখে
রাক্ষুসে ভোজসভা!



উত্তরমেরু থেকে আসে
উত্তরে হিম হাওয়া
কাঁপে শালিয়ার জল;  
ফাগুনে আগুন নদী
ভাঙে কৃষ্ণচূড়ার লাজ
হাসে ব্যাঙাচি উপল!



কেউ দেখে না
এখন কাঁদছে উত্তমাশা
দানব ইউক্যালিপটাস,  
উট-রশির  টানাটানি
বালুরাশির থানকুনি
সেলফি পিকাসু আকাশ!