বলতে পারো,
কতোবার জলকামান দাগিয়েছ এই বুকে?  
কতোবার ----!!  
আমি কিছু বলিনি
অথবা
বলতে পারিনি!
কেবল  
নীরবেই পান করে চলেছি মধুমাখা বিষপত্র!    


প্রথম দেখার পর থেকেই নির্ঘুম চৈতালি রাত,  
চতুরঙ্গ অষ্টপ্রহর;  
নিয়ে এসেছিলো প্রথম প্রেমের সারস ঠোঁট  
এক একটি অজৈব রসায়ন, সেই সাথে
মূর্তিমান প্লাঙ্কটন!


এখনও
জলে ভাসা পদ্মের মতো ভেসে যায়
আমার বিমূর্ত শাব্দিক যানজট,
ছায়াশ্বাপদ আগো-পিছু হাঁটে
নিজেকে মনে হয় কোনো এক
অচেনা কবিতা!  


তবু সেখানেই নোঙর ফেলে বসে আছি
তালহারা আঁধার রাত,
নিজেকেই বুঝতে দেই না, কে আমি?
কেবল ভাবতে থাকি, এই কী তবে
গ্যালভানাইজিং--- আত্মশুদ্ধি!!