এ কী অবাক কারখানা? আমি আজো দেখি
উত্তরাধিকার বিহীন ছায়া-কায়া,
ভঙ্গিল পর্বত, সোনামুখী শুইয়ের লকলকে ডগা;
কোনো এক গন্ধম তিথিতে  
দূর্বাঘাসে মেতে আছে চাঁদ-সুরুজ এক সাথে!
বাকিরা সব বুঁদ হয়ে আছে----
মদের নেশায়!
এক পেয়ালায় যদি কেনা যায় সরস জমিন,
তবে আর কী চাই বল?  
যতো খুশি কাঁদতে থাকুক
পদ্মা-মেঘনা-যমুনার জল!