এতো যে আঁকছ মোগলের রাজদরবার  
এতো যে লিখছ
ছেঁড়া কবিতা ইশতিহার, ভুলতে কী পেরেছ
ক্ষুদিরাম, টিপু সুলতান, রুশো, ভল্টেয়ার?


আমি তো দেখেছি, কেমন করে অঞ্জলি ভরে
দেয় গীতাঞ্জলি,
উইপোকার ঢিবির ভেতর কেমন করে
লুকিয়ে থাকে জীবন্মৃত আগ্নেয়গিরি;  
অপক্ক হাতের লেখা ভাঙা ভাঙা রোজনামচা
ফিরিয়ে আনে পাতিহাঁসের জলাঞ্জলি
ঠিকই ----
একদিন ফুঁসে উঠে কালান্তক আঙ্গুলি!  


এখনও পাঁজরের হাড়ের কূল ঘেঁষে বয়ে যাচ্ছে
সুবোধ সময়, দেখো
ষষ্ঠ ইন্দ্রিয় এখনও আছে কান পাতলা ঘুমে;
কেউ বলতে পারে না
কখন বাজবে বাঁশি, ফুঁ দিবে শীতল জলরাশি!


তাই তো বলেছিলো কোন এক হিমবাহ মহাজন
জেগে ওঠো,  জাগানোর আগে;
ঝেড়ে ফেলে দাও, মৃত ছন্দের বাতিক
ওই দেখো, চেয়ে দেখো, চেয়ে দেখো ------
নাঙ্গা তরবারি হাতে আসছে ঐ আতিক------!!